গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির ও দমন নীপিড়নের প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ২৫শে ফেব্রুয়ারী দেশের সকল জেলায় পদযাত্রা করবে দলটি। আজ (শনিবার) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক  সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫শে ফেব্রুয়ারী দেশব্যাপী জেলা পর্যায়ের পদযাত্রা সফল করে চলমান ১০ দফা দাবি আদায়ে আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন। এছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও  কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে এই কর্মসূচী বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে আজ (শনিবার) দেশের মহানগরগুলোতে দলটির পদযাত্রায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এসময় পদযাত্রায় বিভিন্ন জায়গায় পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। একইসময় রাজধানীতে সমমনা দলগুলো পদযাত্রা কর্মসূচি পালন করেছে।

পদযাত্রায় অংশ নিয়ে  বিএনপি নেতারা বলেন, ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম লাগাহীনভাবে বাড়ছে। বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে পদযাত্রা করে দলটি। তিনি বলেন, দেশের মানুষকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।

ফরিদপুরে সুষ্ঠু ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসতে চায়। সরকারের পদত্যাগেই সংকটের সমাধান বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। এসময় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি করেছে মহানগর বিএনপি। এসময় তিনি বলেন, সরকার জনসমর্থন হারিয়ে এখন পাল্টা কর্মসূচি দিতে ব্যস্ত। তবে এবার আর ছাড় দেয়া হবেনা বলে হুশিয়াঁরি দেন বিএনপির এই নেতা।

ময়মনসিংহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। এসময় মির্জা আব্বাস বলেন, সরকার জনগণকে ভয় পায়। বিএনপির আন্দোলনে ভীত হয়ে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে।

এদিকে, গাজীপুরে দলীয় কার্যালয়ে পদযাত্রার জন্য নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা কারণেই পুলিশ বাধা দিয়েছে।