কেলেঙà§à¦•à¦¾à¦°à¦¿ ও অনিয়ম-জালিয়াতি আর নানা অবà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾à¦ªà¦¨à¦¾à§Ÿ দেওয়া ঋণ আদায় করতে পারছে না বà§à¦¯à¦¾à¦‚কগà§à¦²à§‹à¥¤ লাগামহীন বাড়ছে খেলাপি ঋণ। ফলে মনà§à¦¦ ঋণের বিপরীতে নিরাপতà§à¦¤à¦¾ সঞà§à¦šà¦¿à¦¤à¦¿ সংরকà§à¦·à¦£ করতে গিয়ে বড় আকারে মূলধন ঘাটতিতে পড়েছে সরকারি-বেসরকারি ১১টি বà§à¦¯à¦¾à¦‚ক।
সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿà¦°à¦¾ বলছেন, গà§à¦°à¦¾à¦¹à¦•à§‡à¦° আমানতের অরà§à¦¥ থেকে বà§à¦¯à¦¾à¦‚কগà§à¦²à§‹ ঋণ দেয়। সেই ঋণ খারাপ হয়ে পড়লে আইন অনà§à¦¯à¦¾à§Ÿà§€ নিরà§à¦¦à¦¿à¦·à§à¦Ÿ হারে নিরাপতà§à¦¤à¦¾ সঞà§à¦šà¦¿à¦¤à¦¿ সংরকà§à¦·à¦£ করতে হয়। আবার খারাপ ঋণের ওপর অতিরিকà§à¦¤ মূলধন রাখার বাধà§à¦¯à¦¬à¦¾à¦§à¦•à¦¤à¦¾à¦“ রয়েছে। কাঙà§à¦•à§à¦·à¦¿à¦¤ মà§à¦¨à¦¾à¦«à¦¾ করতে না পারা ও লাগামহীন খেলাপি ঋণের কারণে দীরà§à¦˜à¦¦à¦¿à¦¨ ধরে বেশকিছৠবà§à¦¯à¦¾à¦‚ক মূলধন সংরকà§à¦·à¦£ করতে পারছে না। ফলে মূলধন ঘাটতিতে পড়েছে।
ঘাটতির মধà§à¦¯à§‡ থাকা à¦à¦¸à¦¬ বà§à¦¯à¦¾à¦‚কের মধà§à¦¯à§‡ সরকারি বà§à¦¯à¦¾à¦‚ক রয়েছে পাà¦à¦šà¦Ÿà¦¿, বিশেষায়িত দà§à¦Ÿà¦¿ à¦à¦¬à¦‚ বেসরকারি খাতের রয়েছে চারটি। চলতি বছরের মারà§à¦š পরà§à¦¯à¦¨à§à¦¤ à¦à¦‡ ১১ বà§à¦¯à¦¾à¦‚কের মূলধন ঘাটতি ছিল ২৪ হাজার à§à§à§ª কোটি টাকা। তবে তিন মাসের বà§à¦¯à¦¬à¦§à¦¾à¦¨à§‡ জà§à¦¨à§‡ ১১ বà§à¦¯à¦¾à¦‚কের মূলধন ঘাটতি ৯০৫ কোটি টাকা কমে দাà¦à§œà¦¿à§Ÿà§‡à¦›à§‡ ২৩ হাজার ৮à§à§¯ কোটি টাকায়। অরà§à¦¥à¦¾à§Ž গত পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à¦¿à¦•à§‡à¦° (মারà§à¦š পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à¦¿à¦•) চেয়ে জà§à¦¨à§‡ ঘাটতি ৩ দশমিক ৬৫ শতাংশ কমেছে।
আনà§à¦¤à¦°à§à¦œà¦¾à¦¤à¦¿à¦• বà§à¦¯à¦¾à¦¸à§‡à¦²-৩ নীতিমালার আলোকে à¦à§à¦à¦•à¦¿ বিবেচনায় নিয়মিত মূলধন সংরকà§à¦·à¦£ করতে হয় বà§à¦¯à¦¾à¦‚কগà§à¦²à§‹à¦•à§‡à¥¤ à¦à¦•à¦Ÿà¦¿ বà§à¦¯à¦¾à¦‚কের মোট à¦à§à¦à¦•à¦¿à¦à¦¿à¦¤à§à¦¤à¦¿à¦• সমà§à¦ªà¦¦à§‡à¦° ১০ শতাংশ বা ৪০০ কোটি টাকার মধà§à¦¯à§‡ যেটি বেশি, সেটির নà§à¦¯à§‚নতম পরিমাণ হিসাবে মূলধন রাখতে হয়। যদি কোনো à¦à¦•à¦Ÿà¦¿ বà§à¦¯à¦¾à¦‚ক ঠপরিমাণ অরà§à¦¥ সংরকà§à¦·à¦£à§‡ বà§à¦¯à¦°à§à¦¥ হয় তবে তা মূলধন ঘাটতি হিসাবে বিবেচনা করা হয়।
খাত সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿà¦°à¦¾ বলছেন, ঋণের গà§à¦£à¦—ত মান বাড়ানো ছাড়া মূলধন পরিসà§à¦¥à¦¿à¦¤à¦¿à¦° উনà§à¦¨à¦¤à¦¿ হবে না। ঋণের গà§à¦£à¦—ত মান বাড়াতে খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে। পাশাপাশি নতà§à¦¨ ঋণ বিতরণের আগে যাচাই-বাছাই করতে হবে। ঋণ সঠিক খাতে বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦° হচà§à¦›à§‡ কি-না, সেটিও দেখতে হবে। অপচয়রোধ করে আয় বৃদà§à¦§à¦¿à¦° মাধà§à¦¯à¦®à§‡ মূলধন পরিসà§à¦¥à¦¿à¦¤à¦¿ সমনà§à¦¬à§Ÿ করতে হবে।
বাংলাদেশ বà§à¦¯à¦¾à¦‚কের হালনাগাদ পà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¦à¦¨ বলছে, চলতি বছরের জà§à¦¨ মাস শেষে মূলধন সংরকà§à¦·à¦£ করতে পারেনি ১১ বà§à¦¯à¦¾à¦‚ক। তবে আলোচিত সময়ে বেশিরà¦à¦¾à¦— বà§à¦¯à¦¾à¦‚কের মূলধন উদà§à¦¬à§ƒà¦¤à§à¦¤ থাকায় সারà§à¦¬à¦¿à¦• বà§à¦¯à¦¾à¦‚ক খাতে মূলধন উদà§à¦¬à§ƒà¦¤à§à¦¤ রয়েছে ১৬ হাজার ৩৪ কোটি টাকা। ঠসময়ে মূলধন ঘাটতি দাà¦à§œà¦¿à§Ÿà§‡à¦›à§‡ ২৩ হাজার ৮à§à§¯ কোটি টাকায়।
সরকারি পাà¦à¦šà¦Ÿà¦¿ বà§à¦¯à¦¾à¦‚কের পà§à¦°à¦¾à§Ÿ ৮ হাজার ৪৫৮ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে। à¦à¦°à¦®à¦§à§à¦¯à§‡ অগà§à¦°à¦£à§€ বà§à¦¯à¦¾à¦‚কের মূলধন ঘাটতি ১ হাজার ৯৬০ কোটি টাকা, বেসিক বà§à¦¯à¦¾à¦‚কের ১ হাজার ৯২ৠকোটি টাকা, জনতা বà§à¦¯à¦¾à¦‚কের ৩৪৫ কোটি টাকা, রূপালী বà§à¦¯à¦¾à¦‚কের ৬৬৪ কোটি টাকা à¦à¦¬à¦‚ সোনালী বà§à¦¯à¦¾à¦‚কের ৩ হাজার ৫৫ৠকোটি টাকা।
বেসরকারি চারটি বà§à¦¯à¦¾à¦‚কের মূলধন ঘাটতি তিন হাজার ৫৮৯ কোটি টাকা। à¦à¦°à¦®à¦§à§à¦¯à§‡ à¦à¦¬à¦¿ বà§à¦¯à¦¾à¦‚কের মূলধন ঘাটতি ৩২৯ কোটি টাকা, বাংলাদেশ কমারà§à¦¸ বà§à¦¯à¦¾à¦‚কের ১ হাজার ১৪৬ কোটি টাকা, আইসিবি ইসলামী বà§à¦¯à¦¾à¦‚কের ১ হাজার ৬৪২ কোটি টাকা ও পদà§à¦®à¦¾ বà§à¦¯à¦¾à¦‚কের ৪৬১ কোটি টাকা।
বিশেষায়িত দà§à¦‡ বà§à¦¯à¦¾à¦‚কের মূলধন ঘাটতি রয়েছে ১৩ হাজার ৩৫০ কোটি টাকা। à¦à¦°à¦®à¦§à§à¦¯à§‡ বাংলাদেশ কৃষি বà§à¦¯à¦¾à¦‚কের মূলধন ঘাটতি রয়েছে ১১ হাজার ৪৪৩ কোটি টাকা ও রাজশাহী কৃষি উনà§à¦¨à§Ÿà¦¨ বà§à¦¯à¦¾à¦‚কের ১ হাজার ৫০৬ কোটি টাকা।
চলতি বছরের জà§à¦¨ পরà§à¦¯à¦¨à§à¦¤ বà§à¦¯à¦¾à¦‚ক খাতে ঋণ বিতরণ হয়েছে ১১ লাখ ৩৯ হাজার à§à§à§¬ কোটি ৯৬ লাখ টাকা। বিতরণকৃত à¦à¦¸à¦¬ ঋণের মধà§à¦¯à§‡ খেলাপি হয়েছে ৯৮ হাজার ১৬৪ কোটি ৩১ লাখ টাকা। যা মোট ঋণ বিতরণের ৮ দশমিক ৬১ শতাংশ।