লতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। এ পরীক্ষার জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় আগষ্টের মাঝামাঝি বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী।