ই একদিনের মধ্যে হরতাল-অবরোধ কোনো কিছুই আর থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেছে। সবাই এখন নির্বাচনমুখী হবে। তিনি বলেন, জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তা নিশ্চিত করা হবে।

শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটে দুর্গাপূজা-উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চন্দ্রিমা সনাতন সংঘ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, সড়কেও অচলাবস্থাও কেটে যাবে। বাস মালিকদের সাথে কথা বলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কের অচলাবস্থার শঙ্কাও দুই-এক দিনের মধ্যে কেটে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ায় সমর্থন দেয়ার আহ্বান জানান।

আসাদুজ্জামান খান বলেন, অসাম্প্রদায়িক এই দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছে। দুই-এক দিনের মধ্যেই দূরপাল্লার বাসে যাত্রী সংকট কেটে যাবে। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

স্বপ্নদ্রষ্টা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে দেশে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হলেও নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে।