চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২টি স্বর্ণের বারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল আজ (বৃহস্পতিবার) সকালে দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকানো অবস্থায় ৩২ পিস স্বর্ণবার (৩.৭২৮ কেজি ) উদ্ধার করে।

আটক যাত্রীর প্যান্টের ভেতর থেকে ১৫ পিস, জুতার মধ্যে থেকে ৮ পিস ও এক্সরে রিপোর্টের ভিত্তিতে পায়ুপথের ভেতর থেকে ৯ পিসসহ মোট ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য  ৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, হাটহাজারীর এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর কাছে স্বর্ণবার থাকার সন্দেহে তাকে তল্লাশি করি। তার কাছ থেকে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করি।