বিএনপি’র নেতৃত্বাধীন ৩২ দলের জোটকে ‘জগাখিচুরির জোট’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অতীতের মত এই জোটের এক দফার আন্দোলনও ব্যর্থ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে জানিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান তিনি।

আজ (শনিবার) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। আগামী সেপ্টেম্বর মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট থেকে তেজগাঁও অংশ চালু হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কখনও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। তারা বলেনি প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে সরকারের পক্ষ থেকে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা তাদের বলে দিয়েছি নির্বাচন সংবিধান অনুযায়ী স্বচ্ছ ও অবাধ হবে।

আগামী ১১ জুলাই মার্কিন প্রনিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল নির্বাচন সম্পর্কিত বিষয় নয়, তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছেন। তবে, ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কীভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।

এ সময় সেতুমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।