যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ও যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইএআইডি) পরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২২শে আগস্ট) ফাউসি এ ঘোষণা দেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ দিকে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। গত ৩৮ বছর ধরে এনআইএআইডির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ৮১ বছর বয়সী অ্যান্থনি ফাউসি।
পদত্যাগের বিষয়ে ফাউসি বলেন, এনআইএআইডির নেতৃত্ব দেওয়া আজীবন সম্মানের। কিন্তু আমি আমার কর্মজীবনের পরবর্তী অধ্যায়ে পা দেওয়ার লক্ষে চলতি বছরের ডিসেম্বরে সরকারি সব পদ ছেড়ে দেব। এই ভূমিকাগুলো আমার কাছে আজীবনের সম্মান। তবে ফাউসি নিশ্চিত করেছেন তিনি কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন না।
করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রে তার ব্যাপক পরিচিতি ছড়িয়ে পড়ে। এদিকে সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে ফাউসিকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে বাইডেন লিখেছেন, ‘তার কারণে যুক্তরাষ্ট্র এখন শক্তিশালী, আরও স্থিতিশীল এবং স্বাস্থ্যকর।’
এর আগে গত জুলাই মাসে ড. অ্যান্থনি ফাউসি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি অবসর নেবেন। ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগ দেন ফাউসি। সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন জনসন।