যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৯৯০ সালে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
কার্ল ওয়েন বুনশন (৭৮) নামে এ কয়েদিকে টেক্সাসের হিউস্টনে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের একটি কক্ষে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করা হয়। খবর আনাদোলুর।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে তার মৃত্যু হয়। ১৯৯০ সালে তিনি জেমস ইরবি নামে এক ৩৭ বছর বয়সি পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন।
জেমস ইরবি ১৮ ধরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে পুলিশ বিভাগে সুনামের সঙ্গে কাজ করে আসছিলেন।
তবে মৃত্যুর আগে লিখিত এক বক্তব্যে কার্ল ওয়েন বুনশন বলেন, আমি জেমস ইরবির পরিবারের কাছে আমার অনুশোচনার কথা জানিয়ে যেতে চাই। পরকালে যদি তার সঙ্গে দেখা হয়, তা হলে তাকে আমি বুকে টেনে নেব।
উল্লেখ্য, ১৯৯০ সালে রঙ সাইডে চালিয়ে যাওয়ার সময় বুনশনের গাড়ি থামানোয় মাথায় পর পর দুটি গুলি করে পুলিশ কর্মকর্তা ইরবিকে হত্যা করেন তিনি।
১৯৯১ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দীর্ঘ ৩ দশকে মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করতে বহুবার আবেদন করেছিলেন বুনশন।
সর্বশেষ গত ১৫ এপ্রিল তার করা আবেদন আদালত নামঞ্জর করলে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।