ঢাকায় আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে ১৩০টি দেশের ৪১৪টি ছবি প্রদর্শিত হবে। উৎসব চলবে ২৫ ফেব্রুয়ারি থেকে আগামী ৪ মার্চ পর্যন্ত।
আজ (২৩ ফেব্রুয়ারি) রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো দেয় উৎসবের আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ ও ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম কচিসহ অন্যান্যরা।
নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘এটি মূলত শিল্প, সাহিত্য ও সামাজিক আন্দোলন। এখানে সবচেয়ে বড় সুযোগ আসে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার। বিশ্বের নানান দেশের সিনেমা দেখানো হয়, তাই এখানে বিভিন্ন শিল্প ও সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে। তরুণদের জন্য এটি অনেক বড় একটি জায়গা। তারা প্রবীণদের কাছে অনেক বিষয় নিয়ে জানতে পারবেন। আবার প্রবীণেরাও তাদের কাছে অনেক বিষয়ে অনুপ্রেরণা পাবেন।’
জানা যায়, এবারের উৎসবটি ঢাকা ছাড়াও ট্রাভেলিং ফেস্টিভ্যাল শিরোনামে চলবে রাজশাহী ও চট্টগ্রামে।
উৎসবের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম কচি জানান, এবারের উৎসব চলবে ঢাকার সাতটি ভেন্যুতে। এছাড়াও দেশের বিভিন্ন বিভাগে নিয়ে যাওয়া হবে, যাতে ঢাকা শহরের বাইরের দর্শক বিশ্বমানের চলচ্চিত্রগুলো দেখতে পারেন।
জানা যায়, উৎসবে ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে বাছাই পর্ব শেষে ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য চূড়ান্ত করেছে।