সর্বোচ্চ সংখ্যক শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করা যাবে।

প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি। ২০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের বয়সসীমা ২ নভেম্বরের আগে ৩০ বছর হতে হবে।

এ ছাড়া নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০ জন প্রার্থী নিয়োগ পাবেন। গত ১০টি বিসিএসের হিসাবে এবারই রেকর্ড সংখ্যক পদে বিজ্ঞপ্তি দেওয়া হলো। এরমধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৬৯৮টি পদ স্বাস্থ্য ক্যাডারে।

এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৯২০ জনকে নেওয়া হবে।

বিসিএস প্রশাসনে ২৭৪ জনকে, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।

বিসিএস নিয়োগ পরীক্ষায় জট এড়াতে প্রতিবছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় পিএসসি। তারই ধারাবাহিকতায় এবার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।