হারানো সিংহাসন উদ্ধারের পর ধরে রাখতে পারলেন না টেসলার সিইও ইলন মাস্ক। ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের হারিয়েছেন বিশ্বের শীর্ষ ধনীর তকমা। তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট।

তবে ব্লুমবার্গ জানিয়েছে, সোমবার টেসলার শেয়ারের দাম বেড়ে গেলে ইলনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। তবে বৃহস্পতিবার টেসলার শেয়ারের দাম আবার কমে যায়। তাতে শীর্ষে উঠে আসেন বার্নার্ড আর্নল্ট।

শুক্রবার (তেসরা মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায় দেখা যায়, দ্বিতীয় অবস্থানে চলে গেছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। তার মোট সম্পদ এখন ১৭৬ বিলিয়ন ডলার। বার্নার্ড আর্নল্ট এক নম্বর অবস্থানে ফিরে এসেছেন। তার মোট সম্পদের পরিমাণ এখন ১৮৭ বিলিয়ন ডলার।

গত বছরের শেষদিকে বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারান টেসলা ও স্পেস-এক্সেও মালিক ইলন মাস্ক। মূলত টুইটার কেনার পর ইলন মাস্কের প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে শুরু করে। তাতেই শীর্ষ ধনীর তকমা হারাতে হয় ইলনকে। একপর্যায়ে শীর্ষ ধনীর তালিকায় তিন নম্বরেও নামতে হয় তাকে।

তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ এখন ১১৬ বিলিয়ন ডলার। এই তালিকার চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ এখন ১১৪ বিলিয়ন ডলার।

টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ৫১ বছর বয়সী ইলন মাস্ক। ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট।