সম্প্রতি চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আড়াই লাখ পাউন্ড বা তিন কোটি ৪০ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা করা হবে বলে জানিয়েছে দেশটি। রোববার (১৩ আগস্ট) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ সহস্রাধিক মানুষের জরুরি সাহায্য হিসেবে যুক্তরাজ্য এই সহায়তা দেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ১৮ হাজারের বেশি মানুষের জরুরি সাহায্য হিসেবে এই সহায়তা দিবে যুক্তরাজ্য। কারিতাস এবং অ্যাকশন এইড’র সঙ্গে কাজ করা স্টার্ট ফান্ড বাংলাদেশ এই সহায়তা বরাদ্দ করবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। জরুরি প্রয়োজনে সাড়া দিতে যুক্তরাজ্য ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তা দিচ্ছে।

এই সহায়তা দিয়ে বন্যার্তের খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং হাইজিন কিটস, আশ্রয়সামগ্রী এবং নগদ সহায়তাসহ অত্যাবশ্যকীয় ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে।