রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে পুলিশ। আজ (রোববার) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ের গেট খুলে দেয় পুলিশ।  কার্যালয় খোলার পর ভেতের যান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতা দলের সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য সাত্তার পাটোয়ারীসহ নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকেই নয়াপল্টনে ভিড় জমাতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। কার্যালয় খুলে দেওয়ায় তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানিয়েছেন, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নেই। এজন্য তাদের সহযোগিতা করা হবে।

ভেতরে ঢুকে নেতাকর্মীরা পুরো কার্যালয় ঘুরে ঘুরে দেখেন। কেউ কেউ গুরত্বপূর্ণ নথিপত্রের খোঁজ করেন। কর্মীরা কার্যালয়ের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, আসবাবপত্র ঠিক করার চেষ্টা করেন।

দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত ৭ই ডিসেম্বর পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের পর বিএনপির কার্যালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করে পুলিশ। শনিবার গণসমাবেশ শেষ হওয়ার পর পুলিশি পাহারা তুলে নেয়া হয়। এদিকে কার্যালয়ের সামনের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এসময় এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, সরকারের নির্দেশে বিএনপি অফিসের ভেতরে তান্ডব চালিয়েছে পুলিশ। অফিসের কম্পিউটার, হার্ডডিস্ক, দলীয় নথিপত্র, সদস্যদের কাছ থেকে সংগৃহীত টাকা খোয়া গেছে। তিনি বলেন, হামলা নির্যাতন করেও বিএনপির গণসমাবেশ রুখতে পারেনি, এটা সরকারের পরাজয়।

এর আগে এদিন বেলা ১১টার পর নয়াপল্টনের দুই পাশের রাস্তার ব্যারিকেড তুলে নেয় পুলিশ। শুরু হয় যান চলাচল। এর আগে সকালে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। এজন্য তাদের সহযোগিতা করা হবে।