৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আর থাকছে না। তবে ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেয়া হবে বলে জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩ সালে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ছাড়াও শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন।
মূলত শিক্ষার্থীদের নোট-গাইড আর কোচিং নির্ভর পড়াশুনা বন্ধ করে, যুগোপযোগী শিক্ষা এবং প্রতিদিন ক্লাসেই মূল্যায়নের ব্যবস্থা করতে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।