চুয়াডাঙ্গা, যশোর, তেঁতুলিয়া, দিনাজপুর, রাজশাহীসহ দেশের ৫ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ (শুক্রবার) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকায়ও তীব্র শীতের অনুভূত হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। ঢাকার তাপমাত্রা আরো কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
তবে সারাদেশে চলা তীব্র শীতের প্রকোপ আগামীকাল (শনিবার) থেকে কিছুটা উন্নতি হতে পারে। দুয়েকদিন পর আবার একই পরিস্থিতি হতে পারে বলেও জানান আবাহাওয়াবিদরা। এসময় তিনি বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানজনিত কারণে যে শীতের তীব্রতা আরও দু-একদিন থাকতে পারে। শনিবার থেকে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সেটা স্থায়ী হবে না, দু-একদিন পর হয়তো আবার পরিস্থিতি এমনই থাকবে।
গতকাল বুধবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি থেকে কমে হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।