মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এদিন তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশনে এই মাইলফলক ধরা দেয় তার। ইনিংসটি শেষ পর্যন্ত থামে ২৮২ বলে ১০৫ রান করে।

বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড নিয়ে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের লড়াইটা চলছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন থেকেই। টেস্ট শুরুর আগে তামিমের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন মুশফিক। তবে তৃতীয় দিনের খেলা শুরু হতেই সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিককে ছাড়িয়ে যান তামিম। যদিও বেশিক্ষণ সেটা ধরে রাখতে পারেননি। কিছুক্ষণ বাদেই আবার তামিমকে টপকে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন মুশফিক।

তবে এই লড়াইয়ের মাঝে তাদের সামনে ছিল আরেকটি মাইলফলকের হাতছানি। কে আগে বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করবেন। কারণ দেশের ইতিহাসে কোনো ক্রিকেটার যে এই রান করতে পারেননি। তৃতীয় দিন শেষে মুশফিকুর রহিম ৫ হাজার রান থেকে ছিলেন মাত্র ১৫ রান দূরে। চতুর্থ দিন শুরু হতেই সে রান পূর্ণ করেন তিনি। ১২৩তম ওভারের তৃতীয় বলে লেগে ঠেলে দিয়ে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। ৫ হাজার রান পূর্ণ করতে মুশফিকের লেগেছে ৮১ ম্যাচ আর ১৪৯ ইনিংস।

যদিও এই রেকর্ড হতে পারতো তামিম ইকবালেরই। তবে হাতের ইনজুরির কারণে রিটায়ার্ড হার্ট হয়ে ১৩৩ রানে মাঠ ছাড়ায় রেকর্ডটি নিজের করতে পারেননি। তার সামনে এখন দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫ হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে। তামিম খেলছেন তার ৬৬তম ম্যাচ। এর পেছনে রয়েছেন সাকিব আল হাসান। তার রান ৪ হাজার ২৯।