সাগরে মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিতে মাছ শিকারে সরকারের দেয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শনিবার (২৩শে জুলাই) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা।

নির্ধারিত সময়সীমার কয়েক ঘণ্টা আগেই কক্সবাজারের বিভিন্ন উপকূল দিয়ে ইলিশ ধরতে সাগরে নামতে শুরু করে বেশ কিছু ট্রলার। জেলেরা বলছেন, বঙ্গোপসাগরের ৪০-৬০ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেললেই ইলিশ ধরা পড়বে। চার-পাঁচ দিনের মধ্যে এসব ইলিশে হাটবাজার ভরে যাবে বলে আশা করছেন তাঁরা। এছাড়া, বরগুনা, বাগেরহাট, চট্টগ্রাম ও পটুয়াখালীর জেলেরাও রাতেই সাগরে নেমে পড়েছেন মাছ শিকারে।

সরকারি নিষেধাজ্ঞার সময় বেকার হয়ে পড়েছিলেন জেলেরা। এ সময় সরকারি ত্রাণসহায়তা দেওয়ার কথা থাকলেও অনেকেই সেটা পাননি বলে অভিযোগ রয়েছে। তবে দীর্ঘ অপেক্ষার পর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এখন ইলিশ শিকার করে গত দুই মাসের ক্ষতিপূরণের আশা করছেন জেলেরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে আমরা বিরত ছিলাম। সামনের দিনগুলোতে আশা করি ভালো মাছ ধরা পড়বে।

গত ২০শে মে থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। শনিবার দিবাগত রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হয়। এখন ইলিশের আকার ও ওজন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।