দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, মনোনয়ন বোর্ডের সভায় রংপুর বিভাগের ৩৩ জন এবং রাজশাহী বিভাগের ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য ও দলের ত্যাগী ব্যক্তিদের মনোনয়ন দেয়া হয়েছে। পুরনোদের মধ্যে অনেকই বাদ পড়েছেন বলেও জানান তিনি।
শুক্রবার ও শনিবার মনোনয়ন বোর্ডের সভা হবে। ২৫শে নভেম্বর ৩শ’ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
রাজনীতির বাইরে কেউ আছেন কি না- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে রাজনীতির বাইরে কেউ আসেনি।’
এর আগে, সকাল ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
প্রায় চার ঘণ্টাব্যাপী এ বৈঠকে রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পরে ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে। টানা তিন দিন এই বৈঠক চলবে। শেষ হবে শনিবার (২৫ নভেম্বর)।