টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে। টানা এতদিনের তাপপ্রবাহ আগে কখনো দেখেনি বাংলাদেশ। এ অবস্থায় চলতি বছর দেশে গত ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ। যা এপ্রিল মাসজুড়েই অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ১৯৪৮ সাল থেকে গত ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘসময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে। চলতি এপ্রিলে টানা ২৪ দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪২দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস । আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ১ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বৈশাখের শুরু থেকে দেশের প্রায় সব অঞ্চল সূর্যের প্রখর তাপে পুড়ছে। একদিকে উষ্ণ আবহাওয়া, তার সাথে বাতাসে জলিয়বাস্পের পরিমাণ বেশি থাকায় গরমে তীব্রতা আর অস্বস্তিও বেশি বলে জানান আবহাওয়াবিদরা।
নগরে মাথার ওপর প্রখর সূর্য আর নিচে পিচঢালা সড়ক থেকে যেন উঠছে প্রচন্ড তাপ। ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও অনুভব হয় অনেক বেশি। অসহ্য গরমে হাঁপিয়ে উঠছে মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপপ্রবাহ আরো একসপ্তাহ অব্যাহত থাকবে। এই তাপপ্রবাহ গত ৭৫ বছরের মধ্যে দীর্ঘ সময় ধরে চলছে চলতি এপ্রিল মাসে। তবে, মে মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। তখন ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কমার সুখবর জানান আবহাওয়াবিদরা।