মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে ভুয়া সংবাদ প্রচারের কারণে ৭শ’৮৭ দশমিক ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হলো। ভোটিং মেশিন প্রস্তুতকারী সংস্থা ডমিনিয়নকে এই ক্ষতিপূরণ দিয়ে তাদের মানহানি মামলা থেকে শেষ মুহূর্তে রেহাই পেয়েছে ফক্স নিউজ।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফক্স নিউজ দাবি করেছিল, ভোটিং মেশিনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি হয়েছে। এর জেরেই ফক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ডমিনিয়ন।

কোম্পানিটির দাবি, ফক্স নিউজের মতো জনপ্রিয় গণমাধ্যম থেকে এমন খবর প্রচারের কারণে তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ জন্য তারা ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় ফক্স নিউজের কাছে। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার মামলার শুনানির ঠিক আগ মুহূর্তে ডমিনিয়নের দাবিকৃত অর্থের প্রায় অর্ধেক ৭৮৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয় ফক্স নিউজ। শেষ মুহূর্তে ক্ষতিপূরণ দেয়ার মাধ্যমে মামলা সমঝোতা হওয়ায় ফক্স নিউজের কর্তাব্যক্তিদের আর আদালতে দাঁড়াতে হচ্ছে না।

ভুল তথ্য প্রচারের কথাও স্বীকার করেছে ফক্স নিউজ। প্রাথমিকভাবে এই অভিযোগ অস্বীকার করলেও প্রাক-বিচার প্রক্রিয়া থেকে পাওয়া তথ্য তাদের জন্য বিব্রতকর হয়ে উঠে। অবশেষে গতকাল মঙ্গলবার সমঝোতার মাধ্যমে মামলার নিস্পত্তি ঘটায় তারা।