ছয় ঘণ্টা পর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী শনিবার পর্যন্ত তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

একই দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে দিনভর ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বিঘিœত হয়, সৃষ্টি হয় যানজটের।

পূর্ব ঘোষণা অনুযায়ি বুধবার সকালে ঢাকা কলেজের জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।

এসময় সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে রোববার থেকে আবারও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দিনভর সায়েন্সল্যাবের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি  হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এদিকে, একই দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তারাও অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারণাসহ প্রত্যেকটি কলেজে ডিপার্টমেন্ট ভিত্তিক অনলাইনে আলোচনা সভা করবে সাত কলেজের শিক্ষার্থীরা।