দেশের সাত বিভাগে আজও বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এতথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট  বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তবে এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে বাড়বে তাপমাত্রা। এদিকে, দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছু জায়গায় আজ থেকে কমতে পারে।