ভারতে সোনাদানা, গয়নাগাটির বদলে চোরদের টার্গেট এখন গোবর! আচমকাই গোবর হয়ে উঠেছে অমূল্য সম্পদ। আর সেই কারণেই হয়তো ৮০০ কেজি গোবর নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ইতোমধ্যে ওই ঘটনায় মামলা হয়েছে। পুরোদমে চলছে গোবর চোরের খোঁজ।
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে। থানায় অভিযোগ জানান গ্রামের প্রধান কামহান সিং।
দীপকা থানার এএসআই সুরেশ কুমার বলেন, ‘মোট আট কুইন্টাল গোবর চুরি হয়েছে। গত ১৫ জুন এ নিয়ে অভিযোগ দায়ের হয়। আমরা তদন্ত শুরু করেছি।’
পুলিশের প্রাথমিক ধারণা, গত ৮ এবং ৯ জুন গভীর রাতে ওই চুরি হয়। বিষয়টি খতিয়ে দেখে বাকি কথা বলা সম্ভব বলে জানিয়েছেন তদন্তকারীরা।
কিছুদিন আগে ভারতের কেন্দ্রীয় সরকার গোধন ন্যায় যোজনার নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিল। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, ধুরেনা গ্রাম থেকে সার তৈরির জন্য গোবর কেনা হবে। প্রতি কেজি গোবরের জন্য মিলবে দুই রুপি। এজন্যই গোবর জমিয়ে রাখতে শুরু করেছিলেন গ্রামের বাসিন্দারা। সেখান থেকেই বড় একটা অংশ চুরি গেছে।
গবাদিপশুকে কৃষকদের কাছে অর্থনৈতিকভাবে লাভবান করে তুলতে গত বছর গোবর কেনার ঘোষণা দিয়েছিল ছত্রিশগড়ের প্রশাসন।