à¦à§‹à¦Ÿà¦¯à§à¦¦à§à¦§à§‡ চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ পদে à¦à¦• নারীকে পেছনে ফেলতে নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡ অংশ নেন আট পà§à¦°à§à¦· পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€à¥¤ নানা জলà§à¦ªà¦¨à¦¾-কলà§à¦ªà¦¨à¦¾à¦° অবসান ঘটিয়ে অবশেষে চমক দেখালেন। আট পà§à¦°à§à¦· পà§à¦°à¦¤à¦¿à¦¦à§à¦¬à¦¨à§à¦¦à§à¦¬à§€à¦•à§‡ হারিয়ে চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ নিরà§à¦¬à¦¾à¦šà¦¿à¦¤ হয়েছেন তিনি।
আওয়ামী লীগের নৌকা পà§à¦°à¦¤à§€à¦• নিয়ে নিরà§à¦¬à¦¾à¦šà¦¿à¦¤ হওয়া à¦à¦‡ নারী চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ টাঙà§à¦—াইলের দেলদà§à§Ÿà¦¾à¦° উপজেলার দেউলী ইউনিয়নের দেওয়ান তাহমিনা হক (নৌকা পà§à¦°à¦¤à§€à¦•)। বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° রাতে সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿ রিটারà§à¦¨à¦¿à¦‚ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ তাকে বেসরকারিà¦à¦¾à¦¬à§‡ বিজয়ী ঘোষণা করেন।
à¦à¦‡ ইউনিয়নে তার পà§à¦°à¦¤à¦¿à¦¦à§à¦¬à¦¨à§à¦¦à§à¦¬à§€ আট পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ ছিলেন—ইমরান হোসেন (ঘোড়া), à¦à¦à¦‡à¦š à¦à¦® মাসà§à¦¦à§à¦² আলম (অটোরিকশা), à¦à¦¸à¦à¦® আনিসà§à¦° রহমান (মোটরসাইকেল), আতিকà§à¦° রহমান (টেবিল ফà§à¦¯à¦¾à¦¨), আনিছà§à¦° রহমান (টেলিফোন), মো. ইলিয়াছ (লাঙল), খোরশেদ আলম (চশমা) ও বাবà§à¦² হোসেন রাজৠ(আনারস)। à¦à¦¦à¦¿à¦¨ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পরà§à¦¯à¦¨à§à¦¤ বিরতিহীনà¦à¦¾à¦¬à§‡ à¦à§‹à¦Ÿà¦—à§à¦°à¦¹à¦£ চলে। পরে গণনা শেষে উপজেলা রিটারà§à¦¨à¦¿à¦‚ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ ফলাফল ঘোষণা করেন।
দেওয়ান তাহমিনা হক বলেন, ‘আমি আট পà§à¦°à§à¦· পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€à¦•à§‡ পেছনে ফেলে বিজয়ী হয়েছি। আমার সঙà§à¦—ে ইউনিয়নের মা-বোনেরা কাজ করেছেন। ঠছাড়া অসংখà§à¦¯ পà§à¦°à§à¦· à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦°à¦¾à¦“ কাজ করেছেন। আমার দলের নেতাকরà§à¦®à§€à¦°à¦¾ পাশে ছিলেন, à¦à¦œà¦¨à§à¦¯ আমি বিজয়ী হতে পেরেছি। আমি সবার পà§à¦°à¦¤à¦¿ কৃজà§à¦žà¦¤à¦¾ পà§à¦°à¦•à¦¾à¦¶ করছি।’
দেওয়ান তাহমিনা হক উপজেলা মহিলা আওয়ামী লীগের সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ হিসেবে দায়িতà§à¦¬ পালন করছেন। ঠছাড়া তিনি à¦à¦•à¦¬à¦¾à¦° সংরকà§à¦·à¦¿à¦¤ ওয়ারà§à¦¡à§‡ সদসà§à¦¯, দà§à¦¬à¦¾à¦° উপজেলা পরিষদের à¦à¦¾à¦‡à¦¸ চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ ছিলেন। à¦à¦‡ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡ অংশ নিতে à¦à¦¾à¦‡à¦¸ চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ পদ থেকে পদতà§à¦¯à¦¾à¦— করেন।