৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (১৭ এপ্রিল) সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বুধবার (১৭ ই এপ্রিল) সকাল ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর সকাল সাড়ে ৯টার দিকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং গার্ড অব অর্নার অনুষ্ঠিত হয়।

এছাড়া শেখ হাসিনা মঞ্চে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেয়া ৮ হাজার জনের সনদ বাতিল করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেলে আরও সনদ বাতিল করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এ ছাড়া কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে সেই মুক্তিযোদ্ধার সনদও বাতিল করা হবে। শিগগিরই মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের নির্মাণকাজ শুরু করা হবে। এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।

মুজিবনগরের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মুজিবনগরকে আন্তর্জাতিক মানের করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনসাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে।

এসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সীমিন হোসেন রীমি, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ অন্যারা উপস্থিত ছিলেন।