উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৯ গোলের নাটকীয় ম্যাচে বেনফিকার বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লিসবনে মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচটিতে টানটান উত্তেজনা, লাল কার্ড সবই দেখেছে দর্শকরা। নাটকীয় এই জয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ভেনগেলিস পাভলিদিস। এরপর ২২ ও ৩০ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩০ মিনিটে পেনাল্টি থেকে তার করা গোল বেনফিকাকে এনে দেয় ৩-১ ব্যবধান। বার্সেলোনার হয়ে প্রথমার্ধে একমাত্র গোলটি আসে রবার্ট লেভান্ডোভস্কির স্পটকিক থেকে।
বিরতির পরও লড়াই চলতে থাকে জমজমাট। ৬৪তম মিনিটে গিয়ে বার্সার ব্যবধান কমান রাফিনিয়া। বেনফিকা গোলরক্ষকের ভুলে বক্সের সামনেই বল পেয়ে যান তিনি। তার হেডে বল এসে জড়ায় জালে। চার মিনিট পর গোল পায় বেনফিকা। নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোলটি করেন আরাউহো।
৭৮তম মিনিটে ইয়ামাল বেনফিকার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। সফল স্পট কিকে ব্যবধান কমান লেভানদোভস্কি। ৮৬তম মিনিটে দলকে সমতায় ফেরান গার্সিয়া। পেদ্রির ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ে কাতালানদের এগিয়ে নেন রাফিনিয়া। ফেরান তরেসের পাস থেকে বল টেনে নিয়ে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান।
ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোতে কোয়ালিফাই করেছে বার্সেলোনা। তাদের সঙ্গে কোয়ালিফাই করা লিভারপুল সাত ম্যাচের সবগুলোতে জয় নিয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর ১০ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে বেনফিকা।