মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে টানা তিনদিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলি বা কোনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না। এতে এপারের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের রেশ বাংলাদেশ সীমান্তে অনেকটা কমে এসেছে। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে সীমান্তের মানুষ। সাগর মাছ ধরতে যাচ্ছে ট্রলারগুলো। শিশুরা স্কুলে যাচ্ছে স্বাভাবিক নিয়মে। নতুন করে গুলি কিংবা বোমার শব্দ পাওয়া যায়নি আজ। তবে, রোহিঙ্গা অনুপ্রবেশের আশংকায় শাহপরীর দ্বীপ জেটিঘাট এখনো বন্ধ রয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমার থেকে নৌকাযোগে ৯ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে গুলির আওয়াজ আসেনি। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি, কোস্টগার্ড, নৌ বাহিনী ও পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।