আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে গবাদি পশুপালকদের সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সেন্ট্রাল ইকুয়েটোরিয়া রাজ্যে এই ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
কাজোকেজি কাউন্টির কমিশনার ফানুয়েল দুমো জানান, একটি বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা প্রথমে পশুপালক সম্প্রদায়ের ৬ জনকে হত্যা করে। পরে প্রতিশোধ নিতে বৃহস্পতিবার কাছাকাছি একটি এলাকায় ৫টি শিশু ও এক গর্ভবতী নারীসহ ২১ বেসামরিক মানুষকে হত্যা করে পশুপালকরা।
অঞ্চলটিতে গত এক দশকে জাতিগত সংঘাতে লাখো মানুষ মারা গেছে। সেখানে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে আগামী শুক্রবার পোপ ফ্রান্সিসের সফর করার কথা রয়েছে।
দক্ষিণ সুদানে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধ একটি শান্তিচুক্তির মাধ্যমে সমাপ্ত হওয়ার পর গৃহযুদ্ধে অংশ নেওয়া প্রধান প্রধান দলগুলোর মধ্যে সহিংসতা কমে এলেও বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত-সহিংসতা এখনও বন্ধ হয়নি।