এশিয়ান গেমস ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে দুই রানে হারিয়েছে বাংলাদেশ। আজ বুধবার (চৌঠা অক্টোবর) দুপুরে চীনের জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
চীনের হাংজুতে আজ চতুর্থ কোয়ার্টার ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নেন দেশের দশম টি-টোয়েন্টি অধিনায়ক সাইফ হাসান।দেশের জার্সিতে এদিন টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে কিপার-ব্যাটার জাকের আলি অনিক, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান, শাহাদাত হোসেন দিপু, সুমন খান ও রিপন মন্ডলের।
আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ১১৪ রান তুলতে পারে মালয়েশিয়া। ফলে সেমিফাইনালে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় বলেই হারায় প্রথম উইকেট। মাহমুদুল হাসান রানের খাতা খোলার আগেই রানআউটের শিকার হয়েছেন। অপর ওপেনার পারভেজ হোসেন ইমনও ফেরেন শূন্য হাতে! ৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অধিনায়ক সাইফ হাসান ও আফিফ হোসেন মিলে ৩৮ রানের জুটি গড়েন। আফিফ ১৪ বলে ২৩ রান করে আউট হলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। একমাত্র লড়াই করেছেন সাইফ। তিনি ৫২ বলে ১ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন। এছাড়া শাহাদাত হোসেন দিপু ২১ ও জাকের আলী ১৪ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে এই দুই ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করতে পারে।
১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মালয়েশিয়া ১৮ রানে তিন উইকেট হারালেও বীরানদীপ সিংয়ের ব্যাটে দারুণ জবাব দেয় সহযোগী দেশটি। তার ব্যাটে জয়ের সম্ভাবনাও জাগে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু অভিজ্ঞ আফিফ হোসেন শেষ ওভারটিতে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। প্রথম চার বলে রানতো দেননি, উল্টো তুলে নেন বীরানদীপ সিংহের গুরুত্বপূর্ণ উইকেট! এর আগে ৩৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রান করে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন মালয়েশিয়ার এই ব্যাটার। বীরানদীপ আউট হওয়ার পর শেষ দুই বলে দুটি সিঙ্গেল নিলে বাংলাদেশ জয় পায় ২ রানের।
বাংলাদেশের বোলারদের মধ্যে আফিফ ১১ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট। এছাড়া রিপন মণ্ডল ১৪ রানে তিনটি উইকেট নিয়েছেন। রাকিবুল হাসান ও রিশাদ হাসান নেন একটি করে উইকেট।