কিলিয়ান এমবাপ্পে শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন। একপর্যায়ে ১০ জনের প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে সমতায় ফেরে নঁতে। কিন্তু পিএসজি তাতে দমে যায়নি। আক্রমণে আধিপত্য দেখিয়ে আরও দুই গোল পেয়ে যায়। তাতেই শনিবার লিগ ওয়ানের ম্যাচে নঁতেকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসির লক্ষ্যভেদ ছাড়াও অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে।
১৪ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। নঁতে সমান ম্যাচে ষষ্ঠ হারে আগের ১৮ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে।
পার্ক দ্য প্রিন্সেসে প্রথমার্ধে পিএসজির একচেটিয়া প্রাধান্য। ম্যাচ ঘড়ির ২ মিনিটে এগিয়ে যায় প্যারিসের সেরা ক্লাবটি। পারেদেসের অ্যাসিস্টে এমবাপ্পে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ব্যবধান বাড়ানোর জন্য মেসি-নেইমারা কম চেষ্টা করেননি। কিন্তু এই অর্ধে সফল হতে পারেনিনি। গোলকিপার আলবান লেফোন্ত ছিলেন সতর্ক।
১৭ মিনিটে লিওনেল মেসির শট গোলকিপার আলবান লেফোন্ত প্রতিহত করেন। ৫ মিনিট পর এমবাপ্পের শট গোলকিপার ফিরিয়ে দেন। ২৯ মিনিটে নেইমারের ডান পায়ের শট গোলকিপার প্রতিহত করেন।
বিরতির পর অবশ্য নঁতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ৫১ কালিফা কৌলিবেলির হেড গোলকিপার ফিরিয়ে দেন। দুই মিনিট পর রানদান কোলোর শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়।
৬৫ মিনিটে পিএসজির গোলকিপার কেইলর নাভাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জন নিয়ে বাকি সময় খেলতে হয়েছে মাওরিসিও পচেত্তিনোর দলকে।
এই সুযোগে নঁতে ৭৬ মিনিটে ম্যাচে সমতায় ফেরে। ৬ গজ দূরত্ব থেকে রানাদাল কোলো মুয়ানি ডান পায়ের শটে জাল কাঁপান। ধাক্কা সামলে শেষ ১০ মিনিটের ম্যাচটি পিএসজি নিজেদের করে নিয়েছে।
৮১ মিনিটে স্কোরলাইন ২-১ হয়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ডেনিশ এপিয়াহ নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন।
৮৬ মিনিটে কিলিয়ানো এমবাপ্পের অ্যাসিস্টে লিওনেল মেসি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। সেইসঙ্গে লিগ ওয়ানে প্রথম গোলের দেখাও পেলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।