মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে সৌদি আরবে। তারই ধারাবাহিকতায় এবার মদিনায় অবস্থিত মসজিদে নববী বা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর পবিত্র রওজা মোবারক পরিদর্শনে কর্তৃপক্ষ থেকে আলাদাভাবে অনুমতি নেওয়ার কড়াকড়ি বাতিল করা হয়েছে। খবর গালফ নিউজের।

বলা হয়েছে, এখন থেকে ইতমারনা অ্যাপের মাধ্যমে পরিদর্শন বা ইবাদাতকারীদের আলাদাভাবে অনুমতি বা আগে থেকেই স্লট বরাদ্দ দিতে হবে না। কেবল করোনা টিকা নিয়েছেন সেটা নিশ্চিত করতে পারলেই পৃথক অনুমতির প্রয়োজন হবে না।

টিকা নেওয়ার বিষয়টি তাওয়াক্কালতা অ্যাপের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যারা দুই ডোজ নিয়েছেন কিংবা প্রথম ডোজ নেওয়ার ১৪ দিন অতিবাহিত হয়েছে, কেবল তারাই অনুমতি পাবে। এর আগে, গত মাসে মক্কা নগরীর পবিত্র কাবা শরীফে মুসল্লিদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। যা গত বছর করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথম।