চà§à§Ÿà¦¾à¦¡à¦¾à¦™à§à¦—ায় বাবার à¦à¦°à¦£-পোষণের মামলায় গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° à¦à¦• যà§à¦¬à¦• ও তার সà§à¦¤à§à¦°à§€à¦•à§‡ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন—দামà§à§œà¦¹à§à¦¦à¦¾ উপজেলার কà§à§œà§à¦²à¦—াছির বিকাশ (৩২) ও তার সà§à¦¤à§à¦°à§€ রেহেনা খাতà§à¦¨ (২৯)।
বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° জীবননগর উপজেলা শহরের লকà§à¦·à§à¦®à§€à¦ªà§à¦° à¦à¦²à¦¾à¦•à¦¾ থেকে তাদের গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° করে পà§à¦²à¦¿à¦¶à¥¤ à¦à¦°à¦ªà¦° চà§à§Ÿà¦¾à¦¡à¦¾à¦™à§à¦—ার আদালতে নেওয়া হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার অà¦à¦¿à¦¯à§‹à¦—ে বলা হয়েছে, কà§à§œà§à¦²à¦—াছি গà§à¦°à¦¾à¦®à§‡à¦° রà§à¦¹à§à¦² আমিন (à§à§¦) ও তার সà§à¦¤à§à¦°à§€ বৃদà§à¦§à¦¾ মোছা. রিনা বেগমের (৬৫) à¦à¦°à¦£-পোষণের খরচ দেয় না দà§à¦‡ ছেলে বিকাশ ও আলামিন। à¦à¦° ফলে দীরà§à¦˜à¦¦à¦¿à¦¨ ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা।
রà§à¦¹à§à¦² আমিন বলেন, ‌‘খাওয়ার টাকা চাইলে আমার দà§à¦‡ ছেলে ও তাদের সà§à¦¤à§à¦°à§€à¦°à¦¾ মারধর করে। ছেলে ও ছেলে বউদের হাতে মার খাওয়ার পর আমি দরà§à¦¶à¦¨à¦¾ থানায় পà§à¦²à¦¿à¦¶à¦•à§‡ জানাই। পরে ছেলে ও পà§à¦¤à§à¦°à¦¬à¦§à§‚র বিরà§à¦¦à§à¦§à§‡ মামলা করি।’
দরà§à¦¶à¦¨à¦¾ থানার à¦à¦¾à¦°à¦ªà§à¦°à¦¾à¦ªà§à¦¤ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ (ওসি) à¦à¦à¦‡à¦šà¦à¦® লà§à§Žà¦«à§à¦² কবির বলেন, বৃদà§à¦§ মা-বাবার à¦à¦‡ ঘটনা শà§à¦¨à§‡ তাদের দà§à¦‡ ছেলে ও দà§à¦‡ পà§à¦¤à§à¦°à¦¬à¦§à§‚সহ পাà¦à¦š জনের বিরà§à¦¦à§à¦§à§‡ দরà§à¦¶à¦¨à¦¾ থানায় মামলা নেওয়া হয়। বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° তাদের à¦à¦• ছেলে ও পà§à¦¤à§à¦°à¦¬à¦§à§‚কে গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নিরà§à¦¦à§‡à¦¶ দেন।