বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ কমাতে প্রতিবেশী অস্ট্রিয়ার পথে হাঁটলো স্লোভাকিয়ার সরকার। দেশটিতে বুধবার দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, স্লোভাকিয়ায় করোনার টিকা দানের হার এখনও কম। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে মানুষ। এ ব্যাপারে স্লোভাকিয়ার অর্থমন্ত্রী রিচার্ড সুলিক জানিয়েছেন, লকডাউনে রেস্তোরাঁ ও অতিপ্রয়োজনীয় এমন সব দোকান বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী এদুয়ার্দ হেগার লকডাউনের বিধিনিষেধের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপের দেশ হিসেবে অস্ট্রিয়ায় প্রথমবারের মতো সোমবার থেকে ২০ দিনের লকডাউন কার্যকর হয়েছে। নেদারল্যান্ডস ও ও চেক প্রজাতন্ত্রে কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে।