ই-কমারà§à¦¸ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান ইà¦à§à¦¯à¦¾à¦²à¦¿à¦° বিরà§à¦¦à§à¦§à§‡ অরà§à¦¥ আতà§à¦®à¦¸à¦¾à¦¤à§‡à¦° অà¦à¦¿à¦¯à§‹à¦—ে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোরà§à¦Ÿà§‡ আবেদন করেছেন অà¦à¦¿à¦¨à§‡à¦¤à§à¦°à§€ শবনম ফারিয়া।
রবিবার বিচারপতি জাহাঙà§à¦—ীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমনà§à¦¬à§Ÿà§‡ গঠিত হাইকোরà§à¦Ÿ বেঞà§à¦šà§‡ à¦à¦‡ আবেদন জানানো হয়েছে।
পরে জামিন আবেদনের বিষয়টি নিশà§à¦šà¦¿à¦¤ করেন তার আইনজীবী জেসমিন সà§à¦²à¦¤à¦¾à¦¨à¦¾à¥¤
à¦à¦° আগে গত ৪ ডিসেমà§à¦¬à¦° ই-কমারà§à¦¸ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান ইà¦à§à¦¯à¦¾à¦²à¦¿à¦° অরà§à¦¥ আতà§à¦®à¦¸à¦¾à¦¤à§‡à¦° অà¦à¦¿à¦¯à§‹à¦—ে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরà§à¦¦à§à¦§à§‡ à¦à¦•à¦Ÿà¦¿ মামলা দায়ের করা হয়। সাদ সà§à¦¯à¦¾à¦® রহমান নামে ইà¦à§à¦¯à¦¾à¦²à¦¿à¦° à¦à¦• গà§à¦°à¦¾à¦¹à¦• ধানমনà§à¦¡à¦¿ থানায় মামলা দায়ের করেন। মামলায় ইà¦à§à¦¯à¦¾à¦²à¦¿à¦° à¦à¦®à¦¡à¦¿ মোহামà§à¦®à¦¦ রাসেল, চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী অà¦à¦¿à¦¯à§‹à¦— করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আতà§à¦®à¦¸à¦¾à¦¤à§‡ সাহাযà§à¦¯ করেছেন। তার টাকা তিনি à¦à¦–নও উদà§à¦§à¦¾à¦° করতে পারেননি। তাই তিনি বাধà§à¦¯ হয়ে মামলা করেছেন। সেই মামলায় হাইকোরà§à¦Ÿà§‡ জামিন আবেদন করেন অà¦à¦¿à¦¨à§‡à¦¤à§à¦°à§€ শবনম ফারিয়া।