বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মুম্বাই ফিরলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি। হানিমুন সেরে মঙ্গলবার তাদের ফেরার খবর জানায় ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এর আগে চলতি মাসের শুরুতে বিয়ে করেন বলিউডের এই দুই তারকা। বিয়ের পর জনসাধারণের সামনে স্বামী-স্ত্রী হিসেবে এটিই তাদের প্রথম উপস্থিতি।

রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে মহাধুমধাম করে বিয়ে সেরে নেওয়ার পর গোপনে হানিমুনে চলে যান তারকা এ দম্পতি। সেখান থেকে ফেরার পর মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে লেন্সবন্দি হয়েছেন তারা।

মুম্বাইয়ে ফেরার সময় ভিকির পরনে ছিল অফ-হোয়াইট শার্ট ও প্যান্ট এবং ক্যাটরিনা সোনালি রংয়ের সালোয়ার-কামিজ। ক্যাটরিনা হাতে পরেছেন পাঞ্চাবি চূড়া ও মাথায় ছিল সিঁদুর। এ সময় তাদের দুজনকেই হাসিখুশি দেখা গেছে।

বিয়ে নিয়ে যতই লুকোছাপা করে থাকুন না কেন এদিন কিন্তু পাপারাতজিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হাসি মুখে পোজ দিলেন দুজনে। ক্যাটরিনার হাতের মেহেন্দির রঙ এখনও গাঢ়। সারাক্ষণ বরের হাত শক্ত করে ধরে থাকলেন ক্যাট।