ইংরেজি নতুন বছর ২০২২ উপলক্ষে ফ্লোরিডাভিত্তিক জনপ্রিয় নিউজ পোর্টাল এফবিনিউজটোয়েন্টিফোর ডট কম এবং এফবিটিভির পক্ষ থেকে সকল পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা এবং পৃষ্ঠপোষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কতৃপক্ষ।

বছরের শেষ দিনে এফবিনিউজ টোয়েন্টিফোর ডট কমের চেয়ারম্যান নাঈম খান,  প্রকাশক ও সম্পাদক টিটন মালিক, সিইও আরশাদ আলী এবং এফবিটিভির পরিচালক একেএম হাওলাদার, পরিচালক, সুমন বিশ্বাস ও নির্বাহী সম্পাদক মিথাড খান এক বিবৃতিতে সবাইকে শুভেচ্ছা জানান। তারা বলেন, সকল জরা, গ্লানি ও ব্যর্থতা মুছে আগামী বছরটি হোক অনাবিল সম্ভাবনা ও সাফল্যের।