কাপড়ের দোকানে নানা রঙের ঢঙের কাপড়ে সাজানো থাকে ম্যানিকুইন বা প্লাস্টিক দিয়ে তৈরি মূর্তি। ক্রেতাদের সুবিধার্থেই দোকানিরা নারী ও পুরুষের আদলে তৈরি করা এই মূর্তি রাখেন। ক্রেতারা এতে বুঝতে পারেন ওই কাপড়টি গায়ে জড়ালে কেমন লাগবে। সারা বিশ্বেই এটি দেখা যায়।

তবে আফগানিস্তানের হেরাত প্রদেশে এবার এই মূর্তি বা ম্যানিকুইনগুলোর মাথা কাটার নির্দেশ দিয়েছে তালেবান। তারা নির্দেশনা দিয়েছে কেউ যদি কাপড় সাজানোর জন্য এই মূর্তিগুলো রাখতে চায়, তাহলে সেগুলোর মাথা থাকা চলবে না।

টুইটারে একটি ভিডিও ছড়িয়েছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটি একটি করে ম্যানিকুইন আনছেন। এরপর হেক্সো ব্লেড দিয়ে সেগুলোর মাথা কেটে ফেলে দিচ্ছেন। তালেবানের আপত্তি থাকায় অনেকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে ম্যানেকুইনগুলোর মাথা ঢেকে দিয়েছিলেন।

ইসলামে মানব আকৃতি তৈরি করা বা সাজিয়ে রাখা নিষেধ। আর তাই ম্যানিকুইনের মাথা কেটে ফেলার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান আজিজ রহমান।
তিনি বলেন, আমরা দোকানিদের নির্দেশ দিয়েছি ম্যানিকুইনের মাথা কেটে ফেলার জন্য। কারণ এটি ইসলামী শরিয়াহর পরিপন্থী। তারা যদি ম্যানিকুইনের মাথা বা পুরো ম্যানিকুইনটিই ঢেকে রাখে তাতেও রহমতের ফেরেশতারা আসবে না।

প্রথমবার ১৯৯৬ সালে যখন তালেবান প্রথমবার ক্ষমতায় আসে তখন তারা দুটি বৌদ্ধ মূর্তি ধ্বংস করেছিল। ওই সময় যা পুরো বিশ্বে বেশ সমালোচিত হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তালেবান জানিয়েছে, আগেরবারের মতো এতো কঠোর তারা থাকবে না।

সূত্র: আল আরাবিয়া নিউজ