চিকিৎসার নামে চেতনানাশক খাইয়ে নারীকে ধরà§à¦·à¦£à§‡à¦° অà¦à¦¿à¦¯à§‹à¦—ে কবিরাজ মোহামà§à¦®à¦¦ আলীকে (ডেরা বাবা আলীকে) আটক করেছে র‌à§à¦¯à¦¾à¦¬à¥¤ সোমবার (২৪ জানà§à§Ÿà¦¾à¦°à¦¿) রাতে চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° হাটহাজারীর বাথà§à§Ÿà¦¾ à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ অà¦à¦¿à¦¯à¦¾à¦¨ চালিয়ে তাকে আটক করা হয়।
র‌à§à¦¯à¦¾à¦¬ জানায়, মোহামà§à¦®à¦¦ আলী (৬২) চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° হাটহাজারী উপজেলার বাথà§à§Ÿà¦¾ গà§à¦°à¦¾à¦®à§‡à¦° মৃত সà§à¦²à¦¤à¦¾à¦¨ আহমà§à¦®à¦¦à§‡à¦° ছেলে। চিকিৎসার নামে পানি পড়ার সঙà§à¦—ে চেতনানাশক মিশিয়ে অসহায় নারীদের অচেতন করে ধরà§à¦·à¦£ করতেন কবিরাজ আলী। à¦à¦›à¦¾à§œà¦¾ নারীদের কাছ থেকে পà§à¦°à¦¤à¦¾à¦°à¦£à¦¾à¦° মাধà§à¦¯à¦®à§‡ টাকাও আদায় করতেন তিনি।
মঙà§à¦—লবার র‌à§à¦¯à¦¾à¦¬-ৠà¦à¦° সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নà§à¦°à§à¦² আবছার বলেন, à¦à¦¿à¦•à¦Ÿà¦¿à¦® নারীর ১৮ বছর আগে বিয়ে হয়। তার সà§à¦¬à¦¾à¦®à§€ পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€à¥¤ গত à¦à¦• বছর ধরে মেয়েকে নিয়ে শহরের à¦à¦¾à§œà¦¾ বাসায় থাকেন তিনি। গত কয়েকমাস ধরে à¦à¦¿à¦•à¦Ÿà¦¿à¦®à§‡à¦° সà§à¦¬à¦¾à¦®à§€ তার সঙà§à¦—ে যোগাযোগ করছেন না। à¦à¦®à¦¨à¦•à¦¿ টাকা পয়সাও দিচà§à¦›à§‡à¦¨ না। ঠজনà§à¦¯ পà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¶à§€à¦° পরামরà§à¦¶à§‡ ওই কবিরাজের দà§à¦¬à¦¾à¦°à¦¸à§à¦¥ হন তিনি। ফোনে কথা বলার পর আলী সমসà§à¦¯à¦¾ সমাধানের কথা বলে à¦à¦¿à¦•à¦Ÿà¦¿à¦®à¦•à§‡ বাসায় আসতে বলে। কবিরাজ আলী তাকে কিছৠতাবিজ ও পানি পড়া দিয়ে ৫ হাজার টাকা নিয়ে নেয়। কিনà§à¦¤à§ তাতে কোনো কাজ না হলে আবারও পাà¦à¦š হাজার টাকার বিনিময়ে তাবিজ ও পানি পড়া দেয়।
তিনি বলেন, à¦à¦¤à§‹ কিছà§à¦° পরও à¦à¦¿à¦•à¦Ÿà¦¿à¦®à§‡à¦° সà§à¦¬à¦¾à¦®à§€ তার সঙà§à¦—ে যোগাযোগ করেননি। বিষয়টি তখন কবিরাজ মোহামà§à¦®à¦¦ আলীকে জানালে, à¦à¦¿à¦•à¦Ÿà¦¿à¦®à¦•à§‡ তার বাসায় আবারও দেখা করতে বলে। à¦à¦¿à¦•à¦Ÿà¦¿à¦® গত ২২ জানà§à§Ÿà¦¾à¦°à¦¿ চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® জেলার হাটহাজারী থানার বাথà§à§Ÿà¦¾ (বড় বাড়ি) কবিরাজ মোহামà§à¦®à¦¦ আলীর (৬২) ঘরে যান। ঠসময় কবিরাজ তাকে পানি পড়া দিয়ে বলে ঠপানি পান করলেই কাজ হবে। à¦à¦¿à¦•à¦Ÿà¦¿à¦® পানি পান করার কিছà§à¦•à§à¦·à¦£à§‡à¦° মধà§à¦¯à§‡ অচেতন হয়ে পড়েন।
জà§à¦žà¦¾à¦¨ ফেরার পর কবিরাজ তাকে রিকশাযোগে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর তিনি বà§à¦à¦¤à§‡ পারেন ধরà§à¦·à¦£à§‡à¦° বিষয়টি। ঠবিষয়ে কথা বলতে তিনি কবিরাজের বাড়িতে যান। কিনà§à¦¤à§ সেখানে কাউকে পাননি। ঠসময় র‌à§à¦¯à¦¾à¦¬à§‡à¦° à¦à¦•à¦Ÿà¦¿ টহলগাড়ি দেখে তাদের বিষয়টি জানান ওই নারী। à¦à¦¿à¦•à¦Ÿà¦¿à¦®à§‡à¦° তথà§à¦¯à§‡à¦° à¦à¦¿à¦¤à§à¦¤à¦¿à¦¤à§‡ র‌à§à¦¯à¦¾à¦¬ অà¦à¦¿à¦¯à¦¾à¦¨ পরিচালনা করে পà§à¦°à¦¤à¦¾à¦°à¦• কবিরাজকে আটক করে।
তিনি বলেন, পà§à¦°à¦¾à¦¥à¦®à¦¿à¦• জিজà§à¦žà¦¾à¦¸à¦¾à¦¬à¦¾à¦¦à§‡ অà¦à¦¿à¦¯à§à¦•à§à¦¤ আলী জানান, তিনি à¦à§à§Ÿà¦¾ কবিরাজ। পà§à¦°à¦¤à¦¾à¦°à¦£à¦¾ করে তাবিজ, পানি পড়াসহ বিà¦à¦¿à¦¨à§à¦¨ কৌশলে অসহায় নারীদের কাছ থেকে টাকা নেওয়ার পাশাপাশি ধরà§à¦·à¦£ করে আসছিলেন। ঠঘটনায় আইনগত বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ নেওয়া হচà§à¦›à§‡à¥¤