তিন মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° নিষেধাজà§à¦žà¦¾ পাওয়ার পর আপিল করেন সিলেট সানরাইজারà§à¦¸à§‡à¦° অলরাউনà§à¦¡à¦¾à¦° রবি বোপারা। যেখানে শাসà§à¦¤à¦¿ কমিয়ে মà§à¦¯à¦¾à¦š ফির à§à§« শতাংশ জরিমানা করা হয় তাকে, সঙà§à¦—ে ৩টি ডিমেরিট পয়েনà§à¦Ÿ যোগ হয় নামের পাশে। বà§à¦§à¦¬à¦¾à¦° কà§à¦®à¦¿à¦²à§à¦²à¦¾ à¦à¦¿à¦•à§à¦Ÿà§‹à¦°à¦¿à§Ÿà¦¾à¦¨à§à¦¸à§‡à¦° বিপকà§à¦·à§‡ হারের পর সংবাদ সমà§à¦®à§‡à¦²à¦¨à§‡ নিজের অবসà§à¦¥à¦¾à¦¨ পরিসà§à¦•à¦¾à¦° করেন বোপারা। যেখানে à¦à¦•à¦Ÿà¦¿ কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿ বল সঙà§à¦—ে à¦à¦¨à§‡ দেখালেন à¦à§à¦²à¦Ÿà¦¾ কোথায় হয়েছে। বোপারা জানালেন, নাকল বল করতে চেয়েছিলেন তিনি।
হাতে বলটা নিয়ে সবাইকে ‘নাকল বল’-à¦à¦° ‘গà§à¦°à¦¿à¦ªâ€™ দেখিয়ে বোপারা বললেন, ‘আমি আসলে নাকল বল করতে চেয়েছিলাম। কখনও à¦à¦à¦¾à¦¬à§‡ ধরতে হয়, কখনও বল আড়ালে রাখতে হয়, কখনও আবার à¦à¦à¦¾à¦¬à§‡à¥¤ কখনও আবার অফ কাটার করতে হবে। à¦à¦à¦¾à¦¬à§‡ গà§à¦°à¦¿à¦ª করা সহজ নয়, বিশেষ করে à¦à§‡à¦œà¦¾ বলে। ঠিকà¦à¦¾à¦¬à§‡ ধরতে না পারলে বল উড়ে চলে যেতে পারে, নো বল হতে পারে। তাই বলটা হাতে মানিয়ে নিতে হয়, ঠিকঠাক হলে বল করা যায়। আমার মনে হয় à¦à¦–ানে কোনো à¦à¦•à¦Ÿà¦¾ à¦à§à¦² ছিল। হতাশাজনক, তবে à¦à¦Ÿà¦¾à¦‡ জীবন!’
নাকল বল মূলত, বলের গà§à¦°à¦¿à¦ª দà§à¦‡ আঙà§à¦²à§‡à¦° উলà§à¦Ÿà§‹ পাশে ধরে বল করতে হয়। à¦à¦Ÿà¦¾ অনেকটা কà§à¦¯à¦¾à¦°à¦® বোলিংয়ের মতো।
ঘটনা গত ৠফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿ খà§à¦²à¦¨à¦¾ টাইগারà§à¦¸à§‡à¦° বিপকà§à¦·à§‡ সিলেটের মà§à¦¯à¦¾à¦šà§‡à¥¤ সে মà§à¦¯à¦¾à¦šà§‡ সিলেট দলের নিয়মিত অধিনায়ক মোসাদà§à¦¦à§‡à¦• হোসেন সৈকতের পরিবরà§à¦¤à§‡ অধিনায়কের দায়িতà§à¦¬ নিয়ে মাঠে নামেন বোপারা। পà§à¦°à¦¥à¦®à§‡ ফিলà§à¦¡à¦¿à¦‚য়ের সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ নিয়ে ইংলিশ à¦à¦‡ অলরাউনà§à¦¡à¦¾à¦° করে বসেন বল টেমà§à¦ªà¦¾à¦°à¦¿à¦‚। ইনিংসের নবম ওà¦à¦¾à¦°à§‡ à¦à¦®à¦¨ কাণà§à¦¡ ঘটান তিনি। বিষয়টি ফিলà§à¦¡ আমà§à¦ªà¦¾à§Ÿà¦¾à¦°à§‡à¦° দৃষà§à¦Ÿà¦¿à¦—োচর হয়। তৎকà§à¦·à¦£à¦¾à§Ž সিলেটকে ৫ রান জরিমানা ঘোষণা করেন মà§à¦¯à¦¾à¦š অফিসিয়ালরা।
সেই ঘটনার কারণে ৩ মà§à¦¯à¦¾à¦š নিষিদà§à¦§ করা হয় বোপারাকে। তবে à¦à¦‡ রায়ের বিরà§à¦¦à§à¦§à§‡ আপিল করেন তিনি। পরে বল বিকৃতি বা বিকৃতির চেষà§à¦Ÿà¦¾ বিপিà¦à¦²à§‡à¦° পà§à¦²à§‡à§Ÿà¦¿à¦‚ কনà§à¦¡à¦¿à¦¶à¦¨à§‡à¦° ৪১.৩ নবর ধারা à¦à¦™à§à¦—ের অà¦à¦¿à¦¯à§‹à¦—ে মà§à¦¯à¦¾à¦š ফি-à¦à¦° à§à§« শতাংশ জরিমানা করা বোপারাকে। সঙà§à¦—ে বোপারার নামের পাশে ৩ ডিমেরিট পয়েনà§à¦Ÿà¦“ যোগ হয়েছে।
কোডের à§.৫ অনà§à¦šà§à¦›à§‡à¦¦ অনà§à¦¯à¦¾à¦¯à¦¼à§€, বোপারা যদি টà§à¦°à§à¦¨à¦¾à¦®à§‡à¦¨à§à¦Ÿà§‡ ৪ বা তার বেশি ডিমেরিট পয়েনà§à¦Ÿ পান, তাহলে সেটি মà§à¦¯à¦¾à¦š নিষেধাজà§à¦žà¦¾à§Ÿ রূপানà§à¦¤à¦°à¦¿à¦¤ হবে। ৪ ডিমেরিট পয়েনà§à¦Ÿ ১ মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° নিষেধাজà§à¦žà¦¾à¦° সমান।