দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে বলে ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার  রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ২০২২ সালের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

শফিকুল ইসলাম বলেন, ‘অপরাধ দমনের ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।’

যেকোনও দায়িত্ব পালনের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র সব সদস্যকে সদা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশও দেন কমিশনার মো. শফিকুল ইসলাম।