নাজিবউলà§à¦²à¦¾à¦¹ জাদরানের বà§à¦¯à¦¾à¦Ÿ ছà§à¦à§Ÿà§‡ যাওয়া বল উইকেটের পিছনে দাà¦à§œà¦¿à§Ÿà§‡ থাকা মà§à¦¶à¦«à¦¿à¦•à§à¦° রহিমের গà§à¦²à¦¾à¦à¦¸à§‡à¥¤ à¦à§‹à¦ দৌড় বোলার তাসকিন আহমেদের। তাকে আর পায় কে! সতীরà§à¦¥à¦°à¦¾ কেউই আটকাতে পারছেন না ডানহাতি পেসারকে। তাসকিন ছà§à¦Ÿà¦›à§‡à¦¨ মাঠের à¦-মাথা থেকে ও-মাথা। তার মতোই ছà§à¦Ÿà¦›à§‡ বাংলাদেশ দল। আফগানিসà§à¦¤à¦¾à¦¨à¦•à§‡ ৮৮ রানে হারিয়ে ‘পà§à¦°à¦¿à§Ÿâ€™ ফরমà§à¦¯à¦¾à¦Ÿ ওয়ানডেতে আবার সিরিজ জয় বাংলাদেশ দলের। সঙà§à¦—ে সবাইকে ছাপিয়ে ওয়ারà§à¦²à§à¦¡à¦•à¦¾à¦ª সà§à¦ªà¦¾à¦° লিগের শীরà§à¦·à§‡ টাইগাররা।
চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡ ৩ মà§à¦¯à¦¾à¦š ওয়ানডে সিরিজের পà§à¦°à¦¥à¦® মà§à¦¯à¦¾à¦šà§‡ আফগানিসà§à¦¤à¦¾à¦¨à¦•à§‡ ৪ উইকেটে হারায় বাংলাদেশ। আজ শà§à¦•à§à¦°à¦¬à¦¾à¦° দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ ওয়ানডেতে আগে বà§à¦¯à¦¾à¦Ÿ করে লিটন দাসের অনবদà§à¦¯ সেঞà§à¦šà§à¦°à¦¿à¦¤à§‡ সà§à¦•à§‹à¦° বোরà§à¦¡à§‡ ৩০৬ রানে বিশাল সংগà§à¦°à¦¹ পায় সà§à¦¬à¦¾à¦—তিকরা। à¦à¦Ÿà¦¿ আফগানদের বিপকà§à¦·à§‡ বাংলাদেশের পà§à¦°à¦¥à¦® তিনশ পার করা পà§à¦à¦œà¦¿à¥¤ ৩০ৠরানের বিশাল লকà§à¦·à§à¦¯ টপকাতে নেমে ২১৮ রানে অলআউট হয় আফগানরা। à¦à¦¤à§‡ ৮৮ রানের জয়ে à¦à¦• মà§à¦¯à¦¾à¦š হাতে রেখেই সিরিজ জয় নিশà§à¦šà¦¿à¦¤ হয় তামিম ইকবালদের।
à¦à¦° ফলে à¦à¦•à¦¦à¦¿à¦¨à§‡à¦° কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿà§‡ ২ৠনমà§à¦¬à¦° দà§à¦¬à¦¿à¦ªà¦¾à¦•à§à¦·à¦¿à¦• সিরিজ জয়ের সà§à¦¬à¦¾à¦¦ পেল বাংলাদেশ। ঘরের মাঠে টানা পঞà§à¦šà¦® à¦à¦¬à¦‚ সব মিলিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়।
চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° জহà§à¦° আহমেদ চৌধà§à¦°à§€ সà§à¦Ÿà§‡à¦¡à¦¿à§Ÿà¦¾à¦®à§‡ ৩০ৠরানের বড় লকà§à¦·à§à¦¯ তাড়ায় শà§à¦°à§à¦° ওà¦à¦¾à¦°à§‡ ৯ রান তà§à¦²à§‡ নেন দà§à¦‡ আফগান ওপেনার রহমত শাহ ও রিয়াজ হাসান। তবে পরের ওà¦à¦¾à¦°à§‡ দà§à¦°à§à¦¤ রান নিতে গিয়ে আফিফ হোসেন ধà§à¦°à§à¦¬à§‡à¦° সরাসরি থà§à¦°à§‹à¦¤à§‡ রানআউট হয়ে ফেরেন রিয়াজ। ১ রান আসে তার বà§à¦¯à¦¾à¦Ÿ থেকে। তিনে নামা হাসমতউলà§à¦²à¦¾à¦¹ শহিদিকে চতà§à¦°à§à¦¥ ওà¦à¦¾à¦°à§‡à¦° পঞà§à¦šà¦® বলে ফেরান শরিফà§à¦² ইসলাম, ৫ রানে সাজঘরে আফগান অধিনায়ক।
মাতà§à¦° ১৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে পà§à¦°à¦¤à¦¿à¦°à§‹à¦§ গড়ে দিতে বà§à¦¯à¦°à§à¦¥ হন আজমতউলà§à¦²à¦¾à¦¹ ওমরজাই। সাকিব আল হাসানের করা দশম ওà¦à¦¾à¦°à§‡ মà§à¦¶à¦«à¦¿à¦•à§‡à¦° সà§à¦Ÿà¦¾à¦®à§à¦ªà¦¡ হয়ে ফেরেন তিনি। ১৬ বলে করেন ৯ রান। চতà§à¦°à§à¦¥ উইকেট জà§à¦Ÿà¦¿à¦¤à§‡ ঘà§à¦°à§‡ দাà¦à§œà¦¾à¦¨à§‹à¦° ইঙà§à¦—িত দেন ওপেনার রহমত শাহ ও নাজিবউলà§à¦²à¦¾à¦¹ জাদরান। তাদের ৪২ রানের জà§à¦Ÿà¦¿ à¦à¦¾à¦™à¦¾à¦° বড় সà§à¦¯à§‡à¦¾à¦— তৈরি করেন সাকিব। কিনà§à¦¤à§ লংঅফে থাকা শরিফà§à¦²à§‡à¦° হাত ফসকে বলটি বাউনà§à¦¡à¦¾à¦°à¦¿ হয়ে গেলে বেà¦à¦šà§‡ যান ২ৠবলে ২৪ রান করা জাদরান।
সাকিবের করা পরের বলটিতে সোজা বà§à¦¯à¦¾à¦Ÿà§‡ খেলেন নাজিবউলà§à¦²à¦¾à¦¹à¥¤ সেটি সরাসরি আঘাত করে নন সà§à¦Ÿà§à¦°à¦¾à¦‡à¦• পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§‡à¦° সà§à¦Ÿà¦¾à¦®à§à¦ªà§‡à¥¤ তখন নন সà§à¦Ÿà§à¦°à¦¾à¦‡à¦• পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§‡à¦° বà§à¦¯à¦¾à¦Ÿà¦¸à¦®à§à¦¯à¦¾à¦¨ রহমত ছিলেন নিজের সীমানার বাইরে। টিà¦à¦¿ আমà§à¦ªà¦¾à§Ÿà¦¾à¦°à§‡à¦° কাছে রান আউট পরীকà§à¦·à¦¾à¦° জনà§à¦¯ গেলে সেটি à¦à¦•à¦¬à¦¾à¦° দেখেই আউটের সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ দেন দায়িতà§à¦¬à§‡ থাকা আমà§à¦ªà¦¾à§Ÿà¦¾à¦° গাজী সোহেল। তবে বোলার সাকিব নিজেই জানান, বলটি তার আঙà§à¦²à§‡ হাতে সà§à¦ªà¦°à§à¦¶ না করেই সরাসরি উইকেট à¦à¦¾à¦™à§‡à¥¤ বেà¦à¦šà§‡ যান রহমত।
বà§à¦¯à¦¾à¦Ÿ করার সà§à¦¯à§‹à¦— অরà§à¦§à¦¶à¦¤à¦• তà§à¦²à§‡ নেন রহমত। যদিও à¦à¦°à¦ªà¦° আর বেশিদূর যেতে পারেননি তিনি। তাসকিনের বলে বোলà§à¦¡ হন ৫২ রানে। à¦à¦¤à§‡ তাদের ৮৯ রানের জà§à¦Ÿà¦¿ à¦à¦¾à¦™à§‡à¥¤ à¦à¦•à¦‡ পথে হাà¦à¦Ÿà§‡à¦¨ নাজিবউলà§à¦²à¦¾à¦¹à¥¤ ফিফটি করে ফেরেন পà§à¦¯à¦¾à¦à¦¿à¦²à¦¿à§Ÿà¦¨à§‡à¥¤ à¦à¦¬à¦¾à¦°à¦“ শিকারির নাম তাসকিন। ৬১ বলে ৫৪ করেন নাজিবউলà§à¦²à¦¾à¦¹à¥¤ বলের সঙà§à¦—ে রান তà§à¦²à¦¤à§‡ বà§à¦¯à¦°à§à¦¥ হওয়া আফগানদের à¦à¦‡ দà§à¦‡ বà§à¦¯à¦¾à¦Ÿà¦¸à¦®à§à¦¯à¦¾à¦¨ আউট হলে হার নিশà§à¦šà¦¿à¦¤ হয়ে যায়।
শেষ দিকে মোহামà§à¦®à¦¦ নবির ৪০ বলে ৩২ à¦à¦¬à¦‚ রশিদ খানের ২৬ বলে ২৯ রান আফগানিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° হারের বà§à¦¯à¦¬à¦§à¦¾à¦¨à¦‡ কমিয়েছে শà§à¦§à§à¥¤ রহমানউলà§à¦²à¦¾à¦¹ গà§à¦°à¦¬à¦¾à¦œ, মà§à¦œà¦¿à¦¬ উর রহমান, ফরিদরা বà§à¦¯à¦°à§à¦¥ হলে ২১৮ রানে গà§à¦Ÿà¦¿à§Ÿà§‡ যায় সফরকারীরা। ৮৮ রান ও ২৯ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ দল। à¦à¦‡ জয়ের ফলে ১ মà§à¦¯à¦¾à¦š হাতে রেখেই সিরিজ জয় নিশà§à¦šà¦¿à¦¤ করে তামিম ইকবালের দল। বাংলাদেশের হয়ে সাকিব à¦à¦¬à¦‚ তাসকিন ২টি করে উইকেট নেন।
à¦à¦° আগে টস জিতে বà§à¦¯à¦¾à¦Ÿ করতে নেমে শà§à¦°à§à¦Ÿà¦¾ অতোটাও দাপà§à¦Ÿà§‡ হয়নি বাংলাদেশ দলের। ৩৮ বলে ৩৮ রানের পারà§à¦Ÿà¦¨à¦¾à¦°à¦¶à¦¿à¦ª গড়েন তামিম ইকবাল আর লিটন দাস। সে জà§à¦Ÿà¦¿à¦° অরà§à¦§à§‡à¦•à§‡à¦° মতো রান জোগান হয়েছে অতিরিকà§à¦¤ খাত থেকে। মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ ওà¦à¦¾à¦°à§‡ দà§à¦Ÿà¦¿ চার মারলেও তামিম আউট হয়ে যান ১২ রানেই। আগের মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° মতোই তিনি ফেরেন ফজল হক ফারà§à¦•à¦¿à¦° বলে। তামিমের মতো সà§à¦¬à¦¿à¦§à¦¾ করতে পারেননি সাকিব আল হাসান। রশিদ খানের বলে ফেরেন ৩৬ বলে ২০ রান করে।
à¦à¦°à¦ªà¦°à§‡à¦° গলà§à¦ªà¦Ÿà¦¾ লিটন আর মà§à¦¶à¦«à¦¿à¦•à§‡à¦°à¥¤ à¦à¦•-দà§à¦‡ রান করে নিয়ে জà§à¦Ÿà¦¿ বড় করতে থাকেন দà§à¦‡ জন। বাজে বল পেলে বাউনà§à¦¡à¦¾à¦°à¦¿à¦¤à§‡à¦“ পাঠান দারà§à¦£ দকà§à¦·à¦¤à¦¾à§Ÿà¥¤ লিটন পঞà§à¦šà¦¾à¦¶à§‡ পা রাখেন ৬৫ বলে, মà§à¦¶à¦«à¦¿à¦• ৫৬ বলে। অনবদà§à¦¯ বà§à¦¯à¦¾à¦Ÿà¦¿à¦‚য়ে রেকরà§à¦¡ বই ওলটপালট করেন à¦à¦‡ দà§à¦‡ জন। রশিদ, মà§à¦œà¦¿à¦¬, নবীদের মতো সà§à¦ªà¦¿à¦¨ তà§à¦°à§Ÿà§€à¦•à§‡ রীতিমতো পাড়ার বোলার বানিয়েছেন লিটন-মà§à¦¶à¦«à¦¿à¦•à¥¤ তাদের ৮৩ রানে শà§à¦°à§ করা তৃতীয় উইকেট জà§à¦Ÿà¦¿ থামে ২৮৫ রানে। ২০২ রানের à¦à¦‡ জà§à¦Ÿà¦¿ তৃতীয় উইকেটে বাংলাদেশের কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿà§‡à¦° সরà§à¦¬à§‹à¦šà§à¦šà¥¤
১৮৬ বলের à¦à¦‡ পারà§à¦Ÿà¦¨à¦¾à¦°à¦¶à¦¿à¦ªà§‡à¦° পথে নানà§à¦¦à¦¨à¦¿à¦• সব শটে ওয়ানডে কà§à¦¯à¦¾à¦°à¦¿à§Ÿà¦¾à¦°à§‡à¦° পঞà§à¦šà¦® সেঞà§à¦šà§à¦°à¦¿ তà§à¦²à§‡ নেন লিটন। ইনিংসের ৪১তম ওà¦à¦¾à¦°à§‡ রশিদকে à¦à¦•à§à¦¸à¦Ÿà¦¾ কাà¦à¦¾à¦° দিয়ে চার মেরে শতকের সà§à¦¬à¦¾à¦¦ পান তিনি। পরে আরো আগà§à¦°à¦¾à¦¸à§€ রূপে লিটন। ইনিংসের ৪à§à¦¤à¦® ওà¦à¦¾à¦°à§‡ যখন থামলেন, তখন নামের পাশে ১৩৬ রান। ১২৬ বলের ইনিংসে ১৬টি চারের সঙà§à¦—ে ছকà§à¦•à¦¾ হাà¦à¦•à¦¾à¦¨ ২টি। লিটনের সঙà§à¦—ে সেঞà§à¦šà§à¦°à¦¿à¦° পথে হাà¦à¦Ÿà¦›à¦¿à¦²à§‡à¦¨ মà§à¦¶à¦«à¦¿à¦•à¥¤ তবে শেষ পরà§à¦¯à¦¨à§à¦¤ আকà§à¦·à§‡à¦ª নিয়ে মাঠছাড়তে হয় তাকে।
লিটনের আউটের পরের বলেই ফরিদকে আপার কাট করতে গিয়ে ৮৬ রানে আউট হন মà§à¦¶à¦«à¦¿à¦•à¥¤ ৯৩ বলের ইনিংসটি সাজান ৯টি চারের মারে। তবে সেঞà§à¦šà§à¦°à¦¿ মিসের দিনে সতীরà§à¦¥ সাকিবকে টপকে গেছেন মà§à¦¶à¦«à¦¿à¦•à¥¤ à¦à¦•à¦¦à¦¿à¦¨à§‡à¦° কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿà§‡ ৬৬৩০ রান নিয়ে সরà§à¦¬à§‹à¦šà§à¦š রান সংগà§à¦°à¦¾à¦¹à¦•à§‡à¦° তালিকায় দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ সà§à¦¥à¦¾à¦¨à§‡ ছিলেন সাকিব। আজ à¦à¦‡ ইনিংসটি খেলে ৬৬à§à§¦ রান নিয়ে সাকিবকে টপকে গেছেন মà§à¦¶à¦«à¦¿à¦•à¥¤
লিটন-মà§à¦¶à¦«à¦¿à¦• আউট হলে শেষ দিকে à¦à§œ তà§à¦²à¦¤à§‡ পারেননি নতà§à¦¨ বà§à¦¯à¦¾à¦Ÿà¦¸à¦®à§à¦¯à¦¾à¦¨ আফিফ হোসেন ও মাহমà§à¦¦à¦‰à¦²à§à¦²à¦¾à¦¹ রিয়াদ। শেষ চার ওà¦à¦¾à¦°à§‡ বাউনà§à¦¡à¦¾à¦°à¦¿ আসে কেবল à¦à¦•à¦Ÿà¦¿à¥¤ ৯ বল খেলে মাহমà§à¦¦à¦‰à¦²à§à¦²à¦¾à¦¹ করতে পারেন কেবল ৬ রান, ১২ বলে ১৩ রানে অপরাজিত আফিফ। à¦à¦¤à§‡ নিরà§à¦§à¦¾à¦°à¦¿à¦¤ ৫০ ওà¦à¦¾à¦° শেষে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রানের সংগà§à¦°à¦¹ পায় বাংলাদেশ দল। আফগানিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° পকà§à¦·à§‡ ফরিদ আহমেদ সরà§à¦¬à§‹à¦šà§à¦š ২ উইকেট নেন।