প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরে প্রবাসেও বাংলাদেশকে যথাযথ উপস্থাপন করতে প্রবাসী সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি)’-এর একাংশের ২০২২-২৪ মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। কোভিড-১৯ মহামারীতেও প্রবৃদ্ধির হার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এসব কল্পকাহিনি নয়, বাস্তব। তাই প্রবাসের সাংবাদিকদের কাছে অনুরোধ বর্তমান বাংলাদেশকে যথাযথ উপস্থাপন করুন। প্রবাস প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশমুখী করুন। তবে টিভিতে এমন কোন ফুটেজ প্রচার করা উচিত নয় যা কোমলমতি সন্তানদের মধ্যে ভীতির সঞ্চার ঘটায়।”
বাংলাদেশে গণমাধ্যম ‘অবাধ স্বাধীনতা’ ভোগ করছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তেতাল্লিশটি টিভি চ্যানেল ছাড়াও সহস্রাধিক পত্রিকা রয়েছে। রাতভর প্রায় সবকটি টিভির টক-শোতেই সরকারের কঠোর সমালোচনা করা হচ্ছে। কারও কথাই সেন্সর করা হচ্ছে না। শেখ হাসিনা আছেন বলে দেশে গণতন্ত্র ক্রমান্বয়ে শক্তিশালী একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শেখ হাসিনা আছেন বলেই নির্বাচন সুষ্ঠু হচ্ছে।”
সাদিয়া খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিপিসির বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়, পেনসিলভেনিয়া স্টেটের মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, কাউন্সিলম্যান মোশারফ হোসেন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি মনোয়ার হোসেন, নিউ ইয়র্কে কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, ওয়াশিংটন ডি.সিতে প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন, জহিরুদ্দিন মাহমুদ মামুন, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ফকির ইলিয়াস, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, কুইন্স বরো প্রেসিডেন্টের ডেলিগেট ফাহাদ সোলায়মান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, জেবিবিএর প্রেসিডেন্ট মাহাবুবুর রহমান টুকু, এবিপিসির নির্বাচন কমিশনার পপি চৌধুরী, এবিপিসির নতুন সভাপতি রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।