গাড়ি কিনে তা চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত হন ‘কাঁচাবাদাম’খ্যাত ভুবন বাদ্যকর। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এবার বাঁধলেন নতুন গান -‘নতুন গাড়ি.. ড্রাইভার হতে শখ যে করি..’।

জানা গেছে, ‘কাঁচাবাদাম’ গান গেয়ে ভাইরাল ভুবন বাদ্যকর সম্প্রতি সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছিলেন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দেয়। তার বুকে ও মুখে আঘাত লাগে। বুকের এক্সরে করানো হয়।

ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

দুর্ঘটনার পর বোলপুরের এক বেসরকারি রেস্তোরাঁয় একটি বেসরকারি মিউজিক সংস্থার সঙ্গে নতুন গানের চুক্তি স্বাক্ষর করেন তিনি।

এই সংস্থার তরফ থেকে আগেই তিন লক্ষ টাকার চুক্তি হয়েছিল। এর মধ্যে দেড় লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছিল আগেই। এদিন বাকি টাকাও দিয়ে দেওয়া হয় ভুবনকে।

তিনি জানান, নতুন গান বানিয়েছেন তিনি। কিন্তু মানুষ যদি পছন্দ না করেন, তিনি আবার বাদাম বিক্রি করবেন। পাশাপাশি অনুব্রত মণ্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন ভুবন।