জয়পà§à¦°à¦¹à¦¾à¦Ÿà§‡à¦° সদর উপজেলায় à¦à¦¿à¦®à¦°à§à¦²à§‡à¦° কামড়ে à¦à¦• গৃহবধূর মৃতà§à¦¯à§ হয়। ঠঘটনায় আরও পাà¦à¦šà¦œà¦¨ আহত হন। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার দোগাছী বিলà§à¦²à¦¾ গà§à¦°à¦¾à¦®à§‡ ঠঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন হালিমা খাতà§à¦¨ (৫০)। তিনি ওই গà§à¦°à¦¾à¦®à§‡à¦° মো. কà§à¦¦à§à¦¦à§à¦¸à§‡à¦° সà§à¦¤à§à¦°à§€à¥¤
ঠঘটনায় আহত পাà¦à¦šà¦œà¦¨ হলেন মো. সোলায়মান (১০৩), তার ছেলে আবà§à¦² হোসেন (৬০), আবà§à¦¦à§à¦² সবà§à¦° (৫২), সবà§à¦°à§‡à¦° সà§à¦¤à§à¦°à§€ শামীমা (৪৫) ও মেয়ে সà§à¦®à¦¾à¦‡à§Ÿà¦¾ (২২)। তারা বরà§à¦¤à¦®à¦¾à¦¨à§‡ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿà¦à¦¾à¦¬à§‡ জানা যায়, বাড়ির পাশে পাকà§à§œà¦—াছে ছিল à¦à¦¿à¦®à¦°à§à¦²à§‡à¦° চাক। à¦à¦•à¦Ÿà¦¿ পাখি উড়তেই চাক à¦à§‡à¦™à§‡ যায়। à¦à¦¤à§‡ à¦à¦¿à¦®à¦°à§à¦²à§‡à¦° দল বেরিয়ে à¦à¦¸à§‡ আশপাশে থাকা লোকজনকে কামড়াতে শà§à¦°à§ করে। পরে পà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¶à§€à¦°à¦¾ à¦à¦¸à§‡ ছয়জনকে আহত অবসà§à¦¥à¦¾à§Ÿ উদà§à¦§à¦¾à¦° করে হাসপাতালে à¦à¦°à§à¦¤à¦¿ করায়। নেওয়ার পথেই ওই গৃহবধূ মারা যান।
à¦à¦¿à¦®à¦°à§à¦²à§‡à¦° কামড়ে আহত আবà§à¦² হোসেন বলেন, শনিবার সকালে আমার বাবা সোলায়মান ও à¦à¦¾à¦¬à¦¿ হালিমা বাড়ির পাশে ওই à¦à§‹à¦ªà§‡à¦° ধারে ছিলেন। হঠাৎ à¦à¦•à¦Ÿà¦¿ পাখি à¦à¦¸à§‡ à¦à¦¿à¦®à¦°à§à¦²à§‡à¦° চাকে আঘাত করলে à¦à¦¾à¦à¦•à§‡ à¦à¦¾à¦à¦•à§‡ à¦à¦¿à¦®à¦°à§à¦² উড়ে à¦à¦¸à§‡ তাদের কামড়াতে শà§à¦°à§ করে। ঠসময় তাদের চিৎকার শà§à¦¨à§‡ উদà§à¦§à¦¾à¦° করতে গেলে আমাদেরও কামড়ায়। পরে লোকজন à¦à¦¸à§‡ আমাদের উদà§à¦§à¦¾à¦° করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন।
জয়পà§à¦°à¦¹à¦¾à¦Ÿ জেলা সদর হাসপাতালের আরà¦à¦®à¦“ ডা. মো. শহীদ হোসেন বলেন, à¦à¦¿à¦®à¦°à§à¦²à§‡à¦° কামড়ে ওই গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।