বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া অধিনায়ক তেম্বা ভাবুমা টাইগার দলপতি তামিম ইকবালের সঙ্গে টস করতে আসেন। টসে জিতেই জানিয়ে দেন আগে বল করবেন তারা।

এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। কিন্তু ৯ দেখায় একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা।

ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য জয়ের অপেক্ষার অবসান ঘটানোর ম্যাচ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব মিলিয়ে এখন পর্যন্ত ২১টি ম্যাচ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে। বাকি ১৭টি ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা।

দুই দল সর্বশেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় টাইগাররা। দেখার বিষয় এবার তেম্বা ভাবুমার দলকে টানা দুই ম্যাচে হারাতে পারবে কি না লাল সবুজের প্রতিনিধিরা।