যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামীতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। স্থানীয় সময় ১৭ মার্চ সম্প্রতি স্থাপিত কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে কনস্যুলেটের প্রথম এই আয়োজনে সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা, মায়ামীতে অবস্থানরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কনসাল জেনারেল ও কনস্যুলেটের কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কনসাল জেনারেল ইকবাল আহমেদ তার বক্তব্যে বাংলাদেশে স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং আমাদের জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যত প্রজন্মের মধ্যে এই আদর্শ সঞ্চারিত করার আহ্বান জানান।

প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও বঙ্গন্ধুর জীবনের উপর আলোকপাত করে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির পিতার জীবনের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে মায়ামীদে অবস্থানরত বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারীদের কনস্যুলেটের পক্ষ থেকে সনদ দান করা হয় এবং প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে কনসাল জেনারেল কতৃক বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠান শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।