রাজধানীর বংশাল থানার সামনে ছুরিকাঘাতে একজন উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন- এসআই এম রবি হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল। এদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় থেকে ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের বংশাল থানার সামনে নিয়ে আসা হয়। থানার সামনে গাড়ি থেকে নামিয়ে তাদের চেক করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমন পকেটে থাকা সুইচগিয়ার চাকু বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে পাঁচ জন আহত হন।

পুলিশ জানায়, আহতদের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা গুরুতর। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতে আছে। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একদিন আগেই গুলিস্তানে আরেক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হন।