রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও বেগুনবাড়ি এলাকায় মুক্তা (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে স্কচ টেপ দিয়ে মুখ পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল ছেলেমেয়ে।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে সবুজবাগ থানা পুলিশ মরদেহসহ ছেলেমেয়েকে উদ্ধার করেছে।

সবুজবাগ থানার পরিদর্শক অপারেশন আজগর আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর ছেলেমেয়ের মুখ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে হত্যাকারীরা পালিয়ে যায়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মেয়ের বয়স ৪ বছর এবং ছেলের বয়স এক বছরের মতো হবে। মুক্তার স্বামী ফরিদপুরের একটি হাসপাতালে কাজ করে। তার স্বামীর নাম মাইনুল ইসলাম। পরিবারের সদস্যদের বিষয়ে তাকে জানানো হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।