যুদ্ধ বন্ধ ও ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে লন্ডনের রাস্তায় নামেন কয়েক লাখ মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমাবেশ আহ্বান জানানো পর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে নীল, হলুদ রঙের পতাকা নিয়ে সমাবেশে যোগ দেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই মিছিলের নেতৃত্ব দেন লন্ডনের মেয়র সাদিক খান।

তিনি বলেন, ‘গত একমাস অকল্পনীয় যন্ত্রণা সহ্য করেছে ইউক্রেন। ইউক্রেনের অন্ধকার মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে লন্ডন।

এদিন ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নারী ও শিশুরাও এতে অংশ নেন। কারও হাতে ইউক্রেনের হলদে-নীল জাতীয় পতাকা কারও বা গালে রঙ তুলির আঁচড়। তারা রুশ অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন এবং পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।সমাবেশে অংশ নিয়ে একজন বলেন, আমরা সবাই পরিবার, শান্তিই শক্তি।

বিশাল এই পদযাত্রায় অংশ নেন ব্রিটেনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বিশ্ববাসীকে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আন্দোলনকারী উলিয়ানা লুসেভা বলেন, এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ঘুমাতে পারবো না। আমার মা এখনও ইউক্রেনের লভিভ শহরে আছেন।

জুলিয়া ওয়াল্টার্স নামের আরেক নারী বলেন, বিশ্বকে এক হয়ে ইউক্রেনের প্রতি সংহতি জানানোর এখনই সময়। আমি খুবই আনন্দিত যে, লন্ডন এক হয়ে উচ্চস্বরে ইউক্রেনের প্রতি সংহতি বার্তা পাঠাচ্ছে।

লন্ডন ছাড়াও বিশ্বের অনেক দেশে বিক্ষোভ হচ্ছে ইউক্রেনীয়দের প্রতি সংহতি জানিয়ে। রুশ অভিযানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ জানাচ্ছেন আন্দোলনকারীরা।