আইপিএলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৭১ রান সংগ্রহ করেছে গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে গুজরাটের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত বল করেছেন ‘দ্য ফিজ’।

শনিবার পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭১ রান করে গুজরাট। জয়ের জন্য দিল্লির করতে হবে ১৭২ রান।

ম্যাচে মুস্তাফিজ নির্ধারিত চার ওভার বল করে ২৩ রান খরচ করে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।